Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ৭৮ দিনে করোনার সর্বোচ্চ সংক্রমণ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২১ ২২:১৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে গত ৭৮ দিনে করোনাভাইরাসের সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে। সবশেষ গত ২৪ ঘণ্টায় ১৮৩ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে।

এর আগে গত ২৮ ডিসেম্বর ২১১ জনের করোনা শনাক্ত হয়েছিল। এরপর গত ৭৮ দিনে সর্বোচ্চ ১৮৩ জন শনাক্ত হল।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২ হাজার ১৬৪ জনের নমুনা পরীক্ষা করে শহরে ১৫৯ এবং উপজেলায় ২৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্ত হার সাড়ে ৮ শতাংশ।

তবে এর মধ্যে বিদেশযাত্রীদের হিসাব বাদ দিলে শনাক্তের হার ১৬ শতাংশের ওপর দাঁড়ায়। মোট নমুনার মধ্যে ১ হাজার ১৩১টি বিদেশযাত্রীর ছিল। এতে কোভিড পজিটিভ পাওযা যায় ১২ জন। বিদেশযাত্রীদের শনাক্ত হার ১ শতাংশের কিছুটা বেশি।

চট্টগ্রামে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৮৬৯ জন। মারা গেছেন ৩৮৩ জন।

সারাবাংলা/আরডি/এমআই

আক্রান্ত করোনাভাইরাস সংক্রমণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর