Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর জন্মদিনে বিএসএমএমইউতে বিনামূল্যে চিকিৎসা

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২১ ২১:৫৭

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২১  উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) বিনামূল্যে সার্জারি, বিশেষজ্ঞ চিকিৎসাসেবা, স্বেচ্ছায় রক্তদানসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সকালে বিএসএমএমইউতে কর্মসূচির উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। এ সব কার্যক্রম বহির্বিভাগে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে।

বিজ্ঞাপন

এদিন বহির্বিভাগে বিনামূল্যে মেডিসিন অনুষদের বিভিন্ন বিভাগে ২ হাজার ৫০৫ জন রোগী, সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে ১ হাজার ৫৭০ জন রোগী এবং ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগে ১৭০ জনসহ ৪ হাজার ২৪৫ জন রোগীকে সেবা দেওয়া হয়।

বিনামূল্যে অপারেশন বা বিনামূল্যে সার্জারি কার্যক্রমের অংশ হিসেবে অ্যানেস্থেশিয়া বিভাগের সহায়তায় জেনারেল সার্জারি, নিউরোসার্জারিসহ সার্জারি অনুষদের বিভিন্ন বিভাগে বিনামূল্যে অস্ত্রোপচার সম্পন্ন করেন বিশেষজ্ঞ সার্জনরা। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের আওতায় ২১ ব্যাগ রক্ত সংগ্রহ হয়েছে এবং বিনামূল্যে ৫শ’ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এর আগে সকালে উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, শিক্ষক, চিকিৎসক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, নার্স, মেডিক্যাল টেকনোলজিস্ট, কর্মচারীদেরকে সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সব কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জুলফিকার আহমেদ আমিন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সাবেক উপ-উপাচার্য ও বর্তমানে কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. জুলফিকার রহমান খান, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. চৌধুরী ইয়াকুব জামাল, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন, সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নানসহ অন্যান্যরা অংশ নেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি

অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর