Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর আদর্শের আলোকেই গড়তে হবে দেশ: রওশন এরশাদ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২১ ২১:২৩

ঢাকা: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বলেছেন, আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের ১০১তম জন্মবার্ষিকী। জাতির জন্য এক আনন্দঘন দিন। জাতি আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে বঙ্গবন্ধুকে। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস ছিল পরাধীনতার। সেই গ্লানি থেকে এ জাতি মুক্ত হয়েছে যার নেতৃত্বে, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই বঙ্গবন্ধুর আদর্শের আলোকেই গড়তে হবে দেশ।

বুধবার (১৭ মার্চ) জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা বলেন, ‘দেশে রাজনৈতিক বিভাজন রয়েছে, সেটা থাকতেই পারে। একটি গণতন্ত্রিক সমাজের সৌন্দর্যই হলো চিন্তার বৈচিত্র্য। কিন্তু জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধুকে আমাদের সর্বসম্মতভাবে তুলে ধরতে হবে সব বিতর্কের ঊর্ধ্বে। তিনি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি- এই সত্য মানতে হবে সবাইকে। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা।’

তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধু কোনো দলের নন, তিনি বাংলাদেশেরই অপর নাম। জাতির পিতার জন্মবার্ষিকীতে আমাদের অঙ্গীকার হোক- তার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার এবং তারই চিরন্তন আদর্শের পথ ধরে বাংলাদেশের অগ্রগতির চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো।’

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

আদর্শ বঙ্গবন্ধু রওশন এরশাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর