Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতীয়দের কাছে বঙ্গবন্ধু একজন বীর: মোদি


১৭ মার্চ ২০২১ ১৭:৫৪ | আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৮:৩৬

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ভারতের প্রধানমন্ত্রী টুইটারে বাংলায় এক টুইট পোস্ট করেন। এতে বঙ্গবন্ধুকে সকল ভারতীয় নাগরিকেরও একজন বীর হিসেবে উল্লেখ করেন তিনি।

নরেন্দ্র মোদি বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার রক্ষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে তাঁর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা। সকল ভারতীয় নাগরিকের কাছেও তিনি একজন বীর হিসেবে গণ্য হন’।

বিজ্ঞাপন

আসন্ন বাংলাদেশ সফর উল্লেখ করে মোদি লিখেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মানবাধিকার ও স্বাধীনতার বিজয়ী এ মহান নেতার প্রতি আমি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি।’

উল্লেখ্য, এ মাসের ২৬ তারিখ বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদি। করোনাভাইরাস মহামারি শুরুর পর ভারতীয় প্রধানমন্ত্রীর এটাই হবে প্রথম বিদেশ সফর।

বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর