বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ পেতাম না: পাটমন্ত্রী
১৭ মার্চ ২০২১ ১৭:৪৩ | আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৮:১৮
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে আমরা এই বাংলাদেশ পেতাম না। তিনি সারাজীবন বাঙালি জাতির জন্য কাজ করেছেন। এই জাতির জন্য আজীবন ত্যাগ করে গেছেন। জেল খেটেছেন, জুলুম সহ্য করেছেন।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার (১৭ মার্চ) বিকেলে রূপগঞ্জের মুড়াপাড়া সরকারি কলেজে এক সমাবেশ তিনি এসব বলেন।
মন্ত্রী বলেন, ‘আজ বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তার নেতৃত্বে আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে।’
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল হাই ভুঁইয়া ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। তারা বলেন, মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল সীমাহীন। তিনি বাংলাদেশের জনগণকে নিজ সন্তানের মতই ভালোবাসতেন। দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে এটা ছিল বঙ্গবন্ধুর জীবনের অন্যতম দর্শন। তিনি শুধু জনগণকে ভালোইবাসতেন না, বাংলার জনগণকে নিয়ে তিনি গর্ববোধও করতেন।
রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মোল্লা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য শীলা রানী পাল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ সাইফুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়ম আক্তার কল্পনা, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনছার আলী, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছ, ভুলতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়া, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভুঁইয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহাবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুম, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা, মুড়াপাড়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সাইফুল ইসলাম তুহিন, জিএস সাদিকুল ইসলাম সজিবসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগ, যুবমহিলালীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মহাসমাবেশে সঞ্চালনা করেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক আব্দুল আজিজ ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন।
সারাবাংলা/এসজে/এসএসএ