Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৭ মার্চ ২০২১ ১৫:৫৩

ময়মনসিংহ: ভালুকা ও তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (১৭ মার্চ) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার কাঁঠালী এলাকার রাসেল স্পিনিং মিলের সামনে ট্রাকচাপায় মা-মেয়ে ও দুপুরে তারাকান্দার কাশিগঞ্জ এলাকায় ট্রাকচাপায় এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

নিহতরা হলেন ত্রিশালের দরিরামপুর গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী খাদিজা আক্তার ও তার দেড় বছরের মেয়ে মরিয়ম আক্তার এবং তারাকান্দার সাধুপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে রফিকুল ইসলাম।

ভালুকা ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হওয়ার সময় রাসেল স্পিনিং মিলের সামনে ট্রাকচাপায় মা-মেয়ে গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে ১০ টার দিকে প্রথমে মা পরে মেয়ে মারা যায়।

অন্যদিকে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, দুপুর পৌনে ১টার দিকে কাশিগঞ্জ বাজারে ময়মনসিংহগামী বালুবাহী ট্রাকচাপায় রফিকুল ইসলাম নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। রফিকুল ইসলাম পাম্প থেকে মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠলেই ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

সারাবাংলা /এসএসএ

নিহত পৃথক সড়ক দুর্ঘটনা ময়মনসিংহ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর