নড়াইলে সড়ক দুর্ঘটনায় অধ্যক্ষ নিহত
ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৭ মার্চ ২০২১ ১৫:০১ | আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৫:০৪
১৭ মার্চ ২০২১ ১৫:০১ | আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৫:০৪
নড়াইল: নড়াইলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রওশন আলম (৫০) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। বুধবার (১৭ মার্চ) সকালে নড়াইল সদরের তুলারামপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন।
নিহত রওশন আলম সদর উপজেলার তুলারমপুর গ্রামের জামশেদ আলী খানের ছেলে ও তুলারমপুর আশার আলো মহাবিদ্যালয়ের অধ্যক্ষ।
স্থানীয়দের বরাতে ওসি জানান, রওশন আলম মোটরসাইকেলে তুলারামপুর বাজার থেকে সেতুর পাশে হাইওয়েতে উঠছিলেন। এসময় বিপরীত দিক থেকে অন্য একটি মোটরসাইকেল আসলে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় অধ্যক্ষ রওশন আলমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
সারাবাংলা/এসএসএ