Monday 13 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতিই সফল বাংলাদেশের ছবি আঁকতে সক্ষম’

এমএকে জিলানী, স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২১ ১৪:৩৯

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণে শুরুতেই বলে দিয়েছেন— ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’। সেই নীতির ওপর ভিত্তি করেই বাংলাদেশের আমাদের পররাষ্ট্রনীতি আবর্তিত হচ্ছে। দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি বিশ্বাস করি, আমাদের কূটনীতি অত্যন্ত সফল বাংলাদেশের একটি ছবি আঁকতে সক্ষম।

বিজ্ঞাপন

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানকে বিশ্লেষণ করতে গিয়ে সারাবাংলার কাছে এমন মন্তব্য করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘বন্ধুত্বের বলয় বৃদ্ধি, মিত্র বা বন্ধু তৈরি করা আমাদের পররাষ্ট্রনীতির অন্যতম প্রধান কার্যকর দিক। জাতির পিতা বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্ধারণের শুরুতেই এই বিষয়টিই বলে দিয়েছেন— আমরা সবার সঙ্গে সাথে বন্ধুত্ব করব, কারও সঙ্গে বৈরিতার সম্পর্ক রাখব না। এর ওপর ভিত্তি করেই আমাদের পররাষ্ট্রনীতি আবর্তিত।’

সচিব বলেন, ‘সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিভিন্ন আঞ্চলিক ও উপআঞ্চলিক সংস্থার সদস্য হচ্ছে। আদর্শ প্রতিবেশী দেশ হিসেবে আমরা আঞ্চলিক বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছি। উন্নয়নশীল দেশগুলোর সংগঠন যেমন জি৭৭, ন্যাম, এলডিসি’তে বাংলাদেশ প্রায়ই নেতৃস্থানীয় ভূমিকা পালন করে। এসব বন্ধুরাষ্ট্র ও সংগঠনগুলোকে ব্যবহার করে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছি।’

‘সকলের সামগ্রিক স্বার্থ যেমন— টেকসই উন্নয়ন, অভিবাসন, আঞ্চলিক সহযোগিতা, পরিবেশের সুরক্ষা, জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়নের মতো বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর পক্ষে বাংলাদেশ সবসময় সোচ্চারভাবে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে’,— এমনটিই মনে করেন মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ‘এলডিসি অন্তর্ভুক্ত দেশগুলোর স্বার্থ সংরক্ষণে এলডিসি সভাপতি হিসেবে বাংলাদেশের কার্যকর ভূমিকা সবার প্রশংসা কুড়িয়েছে। মুসলিম উম্মাহর জন্য নানা সময়ে বাংলাদেশের শক্ত ও দৃঢ় অবস্থানের কারণে বাংলাদেশ ওআইসি সিএফএম-এর সভাপতির দায়িত্ব পালন করেছে। বাংলাদেশের নেতৃত্বে স্পর্শকাতর বিষয় যেমন— ফিলিস্তিন ও রোহিঙ্গা ইস্যুতে ওআইসি নিজেকে একটি কার্যকর সংস্থাতে পরিণত করে মুসলিম বিশ্বের আস্থা ও সম্মান অর্জনে সক্ষম হয়। দক্ষিণের দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নে বাংলাদেশের নেতৃত্বে সাউথ সাউথ কো-অপারেশন একটি কার্যকর বহুপাক্ষিক পদক্ষেপ।’

বিজ্ঞাপন

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “আমি বিশ্বাস করি, আমাদের কূটনীতি অত্যন্ত সফল বাংলাদেশের একটি ছবি আঁকতে সক্ষম। ‘বাংলাদেশ’ শব্দটি শোনার সঙ্গে সঙ্গে সবার মধ্যে একটি দায়িত্বশীল, আন্তরিক, গণতান্ত্রিক, নিয়মতান্ত্রিক, কার্যকর রাষ্ট্রর ছবিই ভেসে উঠে, যে দেশ তার লক্ষ মানুষকে নিয়ে উন্নতির চূড়ার দিকে এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, ‘বর্তমান বিশ্বে আজকে বাংলাদেশের যে শক্ত ও দৃঢ় অবস্থান, তা দক্ষ রাজনৈতিক নেতৃত্বের পরিচালনা, পরিকল্পনা ও যত্নে গড়ে উঠেছে। এ দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।’

সারাবাংলা/জেআইএল/টিআর

বঙ্গবন্ধুর পররাষ্ট্রনীতি বাংলাদেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর