বঙ্গবন্ধু ভারতীয়দেরও নায়ক: নরেন্দ্র মোদি
১৭ মার্চ ২০২১ ১৪:৩৬ | আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৪:৩৭
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে আসার ঘোষণা পুনর্ব্যক্ত করে এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি বলেছেন, বঙ্গবন্ধুর জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, যিনি মানবতা ও স্বাধীনতার অমর দৃষ্টান্ত। তিনি সকল ভারতীয়দেরও নায়ক।
বুধবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে এক টুইট বার্তায় নরেন্দ্র মোদি এ কথা বলেন।
My heartfelt homage to Bangabandhu Sheikh Mujibur Rahman, a champion of human rights and freedom, on his birth anniversary. He is a hero for all Indians too. It will be my honour to visit Bangladesh later this month for the historic #MujibBorsho celebrations.
— Narendra Modi (@narendramodi) March 17, 2021
টুইটে তিনি জানান, এই মাসের শেষের দিকে ঐতিহাসিক মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশে আসছেন তিনি।
সারাবাংলা/এএম