ঢামেকের করোনা ইউনিটে আগুন, ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি
১৭ মার্চ ২০২১ ১২:৪৫ | আপডেট: ১৭ মার্চ ২০২১ ১২:৫৮
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে কারণ অনুসন্ধান করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার (১৭ মার্চ) দুপুরে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে একজন ডিডি, একজন ডিএডি ও দুজন ইন্সপেক্টর রয়েছেন।
তিনি আরও বলেন, ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে অগ্নিকাণ্ডের খবরে মোট পাঁচটি ইউনিট পাঠানো হয়। তবে প্রচণ্ড ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়। ধোঁয়া বের হওয়ার সুযোগও ছিল সীমিত। এজন্য ধোঁয়া বের করে দেওয়ার পর আগুন নির্বাপণ করতে হয়েছে। আগুনের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।
ডিডি দেবাশিষ বর্ধন বলেন, এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এর আগে সকাল ৮টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সকাল ৮ টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে তিনজন মারা গেছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়।
সারাবাংলা/ইউজে/এসএসএ