২ সন্তানের জননীকে ৯ মাস আটকে রেখে ধর্ষণ
১৭ মার্চ ২০২১ ১২:৪০ | আপডেট: ১৭ মার্চ ২০২১ ১৩:৫৮
পটুয়াখালী: জেলার মির্জাগঞ্জে নিজাম সিকদার (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে দুই সন্তানের জননীকে টানা ৯ মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৬ মার্চ) ওই গৃহবধূ মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার পরই নিজামকে আটক করেছে পুলিশ।
অভিযুক্ত নিজাম বরগুনা সদর উপজেলার ঘটবাড়িয়া গ্রামের হাকিম সিকদারের ছেলে। মির্জাগঞ্জ থানার ওসি মহিবুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজাম ওই গৃহবধুকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত বছরের ২৩ এপ্রিল ওই গৃহবধূ ঘটখালি এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যায়। এ সময় ওই গৃহবধূ নিজামের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গাবুয়া বাজার থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এর এক পর্যায়ে গত শনিবার ভাড়া বাসা থেকে পালিয়ে এসে মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন তিনি।
এ বিষয়ে ওসি মহিবুল্লাহ জানান, নিজামকে আটক করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।
সারাবাংলা/এনএস