Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মামুনুলকে নিয়ে কটাক্ষের অভিযোগে যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২১ ১১:৩২

সুনামগঞ্জ: হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে ফেসবুকে কটাক্ষের অভিযোগে ঝুমন দাস আপন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ মার্চ) রাতে শাল্লা উপজেলার শাঁসকাই বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক ঝুমন শাল্লা উপজেলার হবিবপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের গুপেন্দ্র দাসের ছেলে।

ওসি নাজমুল হক জানান, ঝুমন দাশ আপন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মামুনুল হককে কটাক্ষ করে পোস্ট দিয়েছে এমন অভিযোগে এলাকাবাসি তাকে পুলিশের হতে তুলে দেয়। পরে তাকে আটক করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসএসএ

মামুনুলকে নিয়ে কটাক্ষ যুবক আটক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর