Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রকে বেধড়ক পিটুনি: মাদরাসা শিক্ষক গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২১ ২১:০০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক ছাত্রকে বেধড়ক পিটুনির অভিযোগে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক মাদরাসা শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ফটিকছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মো. শামসুদ্দিন জানান, মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে মাদরাসায় অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করা হয়েছে।

গ্রেফতার জাহাঙ্গীর আলম ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের উত্তর পাইন্দং গ্রামের ‘হযরত ঈমাম-এ-আযম আবু হানিফা (রাঃ) গাউছিয়া সুন্নিয়া হেফজ ও এতিমখানার’ শিক্ষক। তার বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলায়।

মারধরের শিকার শিশুটির বয়স ৮ বছর। তাদের বাড়ি একই উপজেলার দাঁতমারা ইউনিয়নের হাসনাবাদ গ্রামে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সায়েদুল আরেফীন সারাবাংলাকে জানান, সোমবার দুপুরে শিশুটির বাবা ইউএনও কার্যালয়ে এসে লিখিত অভিযোগ করেন। এতে তিনি উল্লেখ করেছন, তার ছেলেকে গত ৩ জানুয়ারি হেফজখানায় ভর্তি করা হয়। সোমবার তিনি ছেলেকে দেখতে যান। ছেলেকে দেখে তিনি বুঝতে পারেন, প্রচণ্ড শারীরিক ও মানসিক নির্যাতনে ছেলেটি অসুস্থ হয়ে পড়েছে। তিনি মাদরাসা থেকে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যান। ডাক্তারের চিকিৎসা শেষে ছেলেকে বাসায় নিয়ে যান।

অভিযোগ পাওয়ার পর ইউএনও এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়ে শিশুটির বাবাকে ফটিকছড়ি থানায় পাঠান।

পুলিশ পরিদর্শক মো. শামসুদ্দিন সারাবাংলাকে বলেন, ‘অভিযোগ পাওয়ার পর আমরা মাদরাসায় অভিযান চালিয়ে শিক্ষককে আটক করেছি। কিন্তু এখন আর শিশুটির বাবা মামলা করতে চাচ্ছেন না। যেহেতু বিষয়টি খুবই স্পর্শকাতর এবং হাইকোর্টের এ সংক্রান্ত রুল আছে, মামলা করতে হবে। আমরা উনাকে বোঝাচ্ছি যে অবশ্যই মামলা করতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এসএসএ

ছাত্র নির্যাতন মাদরাসা শিক্ষক গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর