Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের বিনামূল্যে চিকিৎসা সেবা

সারাবাংলা ডেস্ক
১৬ মার্চ ২০২১ ২০:৫৬

ঢাকা: যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে পাবনার কাশিনাথপুরের মির্জাবাড়ী সংলগ্ন বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে চক্ষু, গাইনী, শিশু রোগ, ডায়াবেটিস ও সাধারণ চিকিৎসা সেবার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুস সালাম ও মো. ফজলুর রহমান চৌধুরী।

বিজ্ঞাপন

এছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আশপাশের শাখাসমূহের কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।

এদিকে, অনুষ্ঠানে প্রায় তিন হাজার ৪৬৫ জন রোগীর চিকিৎসাসহ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং ৬১২ জন চোখের রোগীকে বিনামূল্যে চক্ষু অপারেশনের জন্য বাছাই করা হয়।

সারাবাংলা/একেএম

কাশিনাথপুর পাবনা বিনামূল্যে চিকিৎসা সেবা যমুনা ব্যাংক ফাউন্ডেশন

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর