Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিয়ে নিবন্ধনে বর-কনের জন্ম সনদ ও পরিচয়পত্র যাচাইয়ের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২১ ২০:৪৬

ঢাকা: বিয়ে নিবন্ধনকালে বর-কনের বয়স যাচাইয়ের জন্য তাদের জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা প্রতিষ্ঠানের সার্টিফিকেট যাচাই-বাছাই করতে দেশের সকল নিকাহ রেজিস্ট্রারের (কাজী) প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একই সঙ্গে ফেনীর সোনাগাজীতে এক কিশোরীর বিয়ে নিবন্ধন করার ঘটনায় ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার সিরাজুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে তদন্ত করতে ফেনী জেলা রেজিস্ট্রারকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনায় মামলার আসামি জাহিদুল ইসলাম জাবেদকে জামিন দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৬ মার্চ) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির পক্ষে ছিলেন আইনজীবী শাহ ইমরান আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

জানা যায়, ফেনীর সোনাগাজী উপজেলার বগদানা গ্রামের আব্দুল মান্নানের কিশোরী মেয়ে নিয়ে পালিয়ে বিয়ে করেন একই উপজেলার আলমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে জাহিদুল ইসলাম জাবেদ। এ ঘটনায় মেয়ের পিতা জাহিদুল ইসলামকে আসামি করে গত বছর ১০ অক্টোবর সোনাগাজী মডেল থানায় অপহরণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। এই মামলায় জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

মামলাটি এখন ফেনীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। পরে ফেনীর আদালতে জামিন আবেদন করেন জাবেদ। কিন্তু ওই আদালত জামিন না দেওয়ায় হাইকোর্টে জামিন আবেদন করা হয়। এ আবেদনের ওপর শুনানিকালে কিশোরী মেয়ের বিয়ে পড়ানোর বিষয়টি আদালতের নজরে আসে। এরপর গত ৭ মার্চ কাজীকে তলব করেন হাইকোর্ট। এ আদেশে আজ কাজী হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেন।

বিজ্ঞাপন

এছাড়া পরবর্তী তারিখে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চান। আদালত তাকে পরবর্তী তারিখে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন। তবে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/এসএসএ

বিয়ে নিবন্ধন হাইকোর্টের নির্দেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর