হজে যেতে হলে ভ্যাকসিন নিতেই হবে
১৬ মার্চ ২০২১ ১৯:০১ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ২০:৩১
ঢাকা: এ বছর যারা হজে যেতে চান, তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে করোনাভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন নিতে হবে।
মঙ্গলবার (১৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন এই বিজ্ঞপ্তিতে সই করেছেন।
আদেশে বলা হয়েছে, আসন্ন পবিত্র হজের যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি-বেসরকারি পর্যায়ে ৬০ হাজার ৭০৬ জন নিবন্ধন করেছেন। তাদের মধ্যে ১৮ বছর বয়সের বেশি ও ৪০ বছরের কম বয়সী রয়েছেন চার হাজার ৮৩৩ জন। এছাড়া চল্লিশোর্ধ্ব রয়েছেন ৫৫ হাজার ৮৭৩ জনসহ ৬০ হাজার ৭০৬ জন। তাদের সবাইকে করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয় পত্রের নম্বর, এজেন্সির নম্বর উল্লেখ থাকবে। স্বাস্থ্যসেবা বিভাগের মাধ্যমে চলতি মার্চের মধ্যে টিকার প্রথম ডোজ এবং মে মাসের মধ্যে দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে ধর্ম মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
সারাবাংলা/জেআর/টিআর