Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিয়ারশেল-লাঠিচার্জে পণ্ড শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২১ ১৫:০৮ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৫:২৩

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ের নাবিস্কো এলাকায় সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ লাঠিচার্জ ও টিয়ারশেল মেরে পণ্ড করে দিয়েছে পুলিশ। এতে ওই এলাকার সড়কে যান চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে বন্ধ থাকা ওই সড়ক দিয়ে যান চলাচল শুরু হয়। পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টা থেকে স্টিচওয়েল ডিজাইন লিমিটেডের শ্রমিকরা মহাখালী-মগবাজার সড়কের দুইপাশে অবরোধ করে বিক্ষোভ শুরু করে। পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ দফায় দফায় বেঠক করেও কোনো সুরাহা হয়নি। এমনকি মালিক পক্ষের সঙ্গে বৈঠক করে সমাধান এলেও শ্রমিকরা তা না মেনে বিক্ষোভ চালাতে থাকে।’

ডিসি হারুন অর রশিদ বলেন, ‘আগামীকাল থেকে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী শুরু। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এদেশে আসবেন। এছাড়া দেশি-বিদেশি অনেক ডেলিগেট আসছেন। শ্রমিকদের সব দাবি নিয়ে মালিকপক্ষ কথা বলতে চেয়েছেন। তারপরও শ্রমিকরা না শোনায় পুলিশ তাদের লাঠিচার্জ করে সড়ক থেকে সরিয়ে দিয়েছে। এ সময় শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করেছে।’

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল সারাবাংলাকে বলেন, ‘সড়কে এখন শ্রমিকদের কেউ নেই। দুপুর ১২টার দিকে সড়কে যান চলাচল শুরু হয়েছে।’

সারাবাংলা/ইউজে/এমও

টিয়ারশেল লাঠিচার্জ শ্রমিকদের বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর