Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মুখে মাস্ক, গেটে হাত ধুয়ে বইমেলায় প্রবেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২১ ১৩:২৮ | আপডেট: ২০ মার্চ ২০২১ ১৭:৩৪

ঢাকা: বইমেলায় যারা আসবেন তারা অবশ্যই মুখে মাস্ক পরবেন। মাস্ক ছাড়া কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না। প্রবেশের প্রতি গেটে হ্যান্ডস্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। সেখানে হাত ধুয়ে মেলায় প্রবেশ করবেন। মেলায় দূরুত্ব বজায় রাখতে হবে বলেও জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায়।

মঙ্গলবার (১৬ মার্চ) সকালে বইমেলায় অস্থায়ী পুলিশ ক্যাম্পে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি। এ সময় স্বাস্থ্যবিধি মেনেই সবাইকে মেলায় আসার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

বইমেলায় প্রকাশকদের ওপরও হামলার কোনো হুমকি নেই আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের বইমেলায় এবং প্রকাশকদের ওপর হামলার কোনো হুমকি নেই। তবে বিষয়টা আমাদের মাথায় রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। মানুষের অনুভূতিতে আঘাত দেয় এমন বই প্রকাশ হচ্ছে কিনা তাও আমরা খোঁজ রাখছি। অতীতের ঘটনা মাথায় রেখেই আমরা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছি। কেউ অপরাধমূলক কাজ করছে কিনা সে ব্যাপারেও আমরা নজরদারি করছি। যথাসময়ে তথ্য পেলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।’

বইমেলা উপলক্ষে ডিএমপির নিরাপত্তা ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এবারের মেলায় প্রধানত তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকে একটি ব্যবস্থাপনা থাকবে, সিসিটিভি, আর্চওয়ে থাকবে, গোয়েন্দা সংস্থা ও ডিবির টিম থাকবে। প্রতি প্রবেশ পথে আর্চওয়ে থাকবে, নির্দিষ্ট প্রবেশ পথ থাকবে, বের হওয়ার নির্দিষ্ট পথ থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি ভিন্ন সময়ে বইমেলা শুরু করছি। করোনার পরিস্থিতি মাথায় রেখেই প্রতি বছর আমাদের যে নিশ্ছ্রিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবারও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা বইমেলায় আসেন তারা প্রবেশ পথে আমাদের সহযোগিতা করে থাকেন। সবার স্বার্থেই এই নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/ইউজে/এমও

বইমেলা বইমেলা ২০২১ স্বাস্থ্যবিধি

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর