গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভে বন্ধ মহাখালী-মগবাজার সড়ক
সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২১ ১২:৪৮ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৪:৪৪
১৬ মার্চ ২০২১ ১২:৪৮ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৪:৪৪
ঢাকা: রাজধানীর তেজগাঁও নাবিস্কো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে গার্মেন্টস শ্রমিকরা। এতে ওই এলাকার প্রধান সড়ক মহাখালী-মগবাজার সড়ক বন্ধ হয়ে যায়। ফলে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বিক্ষোভ শুরু করে গার্মেন্টস শ্রমিকরা। দুপুর পর্যন্ত পুলিশ কোনোভাবেই শ্রমিকদের রাস্তা থেকে সরাতে পারেনি।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কিশোর শীল বলেন, ‘শ্রমিকদের সরাতে মালিক পক্ষের সঙ্গে আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব সড়ক থেকে শ্রমিকদের সরানো হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভের ফলে এরইমধ্যে যানজট পুরো রাজধানীতে ছড়িয়ে পড়েছে। আমরা তাদের রাস্তা থেকে সরানোর চেষ্টা করছি।’ তবে কোন কোন গার্মেন্টসের শ্রমিকেরা আন্দোলন করছেন, তা জানাতে পারেননি ওসি।
সারাবাংলা/ইউজে/এমও