নেত্রকোনায় দুর্বৃত্তের ছরিকাঘাতে নিহত ১
১৬ মার্চ ২০২১ ১২:০৪ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৪:০৭
নেত্রকোনা: জেলার কেন্দুয়া উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আবু সাদেক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত আবু সাদেক উপজেলার বলাইশিমূল ইউনিয়নে ছবিলা গ্রামের লাল মিয়ার ছেলে। খুনের সন্দেহে পুলিশ পিন্টু নামে একজনকে আটক করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আবু সাদেক সোমবার (১৫ মার্চ) বিকেলে কবিচন্দপুর গ্রামে ভাইয়ের বাড়িতে বেড়াতে যান। রাত সাড়ে আটটার দিকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন। গুরুতর আহত হলে স্থানীয়রা কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা বলেন, আটক পিন্টু নিহত আবু সাদেকের চাচাতো ভাইয়ের ছেলে। পিন্টুর বাবার নাম আনোয়ার হোসেন ওরফে আনন্দ।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ কাজী শাহ নেওয়াজ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য পিন্টুকে আটক করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এএম