আগুনে পুড়ে তিন ভাই-বোনের মৃত্যু
১৬ মার্চ ২০২১ ১১:২৪ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১১:২৯
কক্সবাজার: জেলার চকরিয়ায় বসতবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের তিন শিশু মারা গেছে। হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের সাবান ঘাটা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (১৫ মার্চ) রাত ১২টার দিকে জাকের হোসেন মিস্ত্রির বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো- মো. জিহাদুল ইসলাম (১২), তার ছোট বোন ফৌজিয়া জান্নাত মীম (৯) এবং আফিয়া জান্না মিতু (৭)।
ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া তিন শিশুই জাকের হোসেন মিস্ত্রির সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চারিদিকে। এসময় ১৫ মাসের সন্তানসহ পাশের ঘরে ঘুমে ছিল নিহত শিশুদের মা কাজল আক্তার। হঠাৎ আগুন দেখে তিনি বাড়িতে থেকে বের হয়ে যান। এরপর আরেক ঘরে থাকা তিন শিশু সন্তানকে আর বের করতে পারেননি।
স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হলে ঘরেই অঙ্গার হয় তিন শিশু। ভস্মীভূত হয়ে যায় সেমিপাকা বাড়িটি।
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনারুল ইসলাম মিরান তিন শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে অগ্নিদগ্ধে হয়ে ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু হয়।
সারাবাংলা/এমও