Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া জমি নিয়ে বিরোধে একজনকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২১ ১১:১২

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামে জমি সংক্রান্ত জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহত সিদ্দিক পাহাড়পুর গ্রামের আলী মন্ডলের ছেলে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যায় নিহত ব্যক্তির বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সিদ্দিক ক্ষেতে কাজ করার সময় জমি সংক্রান্ত বিরোধের জেরে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষ। ধারালো অস্ত্র দিয়ে তারা সিদ্দিকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করতে থাকে। এতে ঘটনাস্থলে সিদ্দিক নিহত হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেছে পুলিশ।

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর