Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগ‌ঞ্জের বন্দরে পানিতে ডুবে ২ স্কুলছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২১ ০৯:৪৫

নারায়ণগঞ্জ: জেলার বন্দরে পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলো নূসরাত (৯) ও সামিয়া (৯)। সোমবার (১৫ মার্চ) সকাল ১১টায় বন্দর থানার ২৩নং ওয়ার্ডের কদম রসুল নূরবাগ এলাকার হাবীব মিয়ার বাড়ির পাশের পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। নিহত নূসরাত নূরবাগ এলাকার দেলোয়ার মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও দিনমজুর নজরুল মিয়ার মেয়ে আর নিহত সামিয়া একই বাড়ির ভাড়াটিয়া সিরাজ মিয়ার মেয়ে।

বিজ্ঞাপন

এদিকে, দুই শিশু নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত‌দের প‌ারিবা‌রিক সূত্র জানায়, সোমবার সকাল ১০টায় দুই শিক্ষার্থী তাদের বাবা-মাকে না জানিয়ে হাবীব মিয়ার বাড়ির পাশের পাকা ঘাটওয়ালা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তলিয়ে যায়। অনেক দূর থেকে পথচারীরা শিশু দু’টিকে পানিতে ডুবতে দেখে এলাকাবাসীকে জানায়। এলাকার লোকজন পানিতে নেমে খোঁজাখুজি করে দুই শিক্ষার্থীকে উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

সারাবাংলা/এসবি/এমও

২ স্কুলছাত্রীর মৃত্যু পানিতে ডুবে মৃত্যু বন্দর থানা

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর