বিএসএমএমইউ’র উপাচার্য হচ্ছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন
১৫ মার্চ ২০২১ ১৯:৩৬ | আপডেট: ২৯ মার্চ ২০২১ ১৮:৪৭
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পরবর্তী উপাচার্য (ভিসি) হতে যাচ্ছেন প্রতিষ্ঠানটির চক্ষু বিজ্ঞান বিভাগ ও কমিউনিটি অফথালমোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
সোমবার (১৫ মার্চ) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন।
অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন বলেন, ‘আমার হাতে এখনো কোনো কাগজ এসে পৌঁছায়নি। তবে আমি আজকেই খবরটা পেয়েছি। এ ক্ষেত্রে আসলে কিছুটা সময় লাগেই। আগামী ২৩ তারিখের বর্তমান উপাচার্যের মেয়াদ শেষ হবে। এর আগেই আশা করি দাপ্তরিকভাবে কাগজ চলে আসতে পারে।’
তিনি বলেন, ‘এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকাল থেকে আমি এখানে কাজ করছি। মেডিকেল শিক্ষাকে সর্বোচ্চ শিখরে নেওয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তার পাশাপাশি স্বাস্থ্যখাতের উন্নয়নে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’
নিয়োগ পাওয়ার পরে নিজের পরিকল্পনার বিষয়ে জানিয়ে তিনি বলেন, ‘দেশের বাইরে যাতে রোগী না যায় এবং এখানকার ছাত্ররা যেন সর্বোচ্চ শিক্ষা পায়—এ ব্যাপারে ভূমিকা নেবো। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নত করার ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হবে।’
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সাধারণ সম্পাদক হিসেবে ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি বিএসএমএমইউর উপ-উপাচর্য হিসেবে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৩ সালে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
প্রসঙ্গত, বিএসএমএমইউ’র বর্তমান উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার মেয়াদ শেষ হচ্ছে ২৪ মার্চ।
সারাবাংলা/এসবি/একে