আর্থিক খাতে অবদান রাখায় ‘আইকনিক কোম্পানি’ হিসেবে পুরস্কৃত বিকাশ
সারাবাংলা ডেস্ক
১৫ মার্চ ২০২১ ১৮:৫৯ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৭:০৪
১৫ মার্চ ২০২১ ১৮:৫৯ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৭:০৪
ঢাকা: দেশের আর্থিক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবং ব্যাংকিং সেবার বাইরে থাকা লাখ লাখ মানুষকে আর্থিক অন্তর্ভুক্তির মাধ্যমে প্রচলিত ব্যাংকিং চ্যানেলের মধ্যে নিয়ে আসায় বিকাশকে ‘আইকনিক কোম্পানি ২০২১’ হিসেবে পুরস্কৃত করেছে সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ডস কর্তৃপক্ষ।
শনিবার (১৩ মার্চ) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এর হাত থেকে পুরস্কারটি গ্রহণ করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অবঃ) শেখ মো. মনিরুল ইসলাম।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ডা. শাহজাহান মাহমুদ।
সারাবাংলা /এসএসএ