Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুর-২ উপনির্বাচনে জাপার মনোনয়ন পেলেন শিপন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২১ ১৮:৪০

ঢাকা: লক্ষ্মীপুর-২ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মনোনয়ন পেয়েছেন শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন। সোমবার (১৫ মার্চ) জাপা চেয়ারম্যান এবং বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডের সভায় শিপনের প্রার্থীতা চূড়ান্ত হয়েছে।

মনোনয়ন বোর্ডের সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য এবং চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূইয়া।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, শেখ মোহাম্মাদ ফায়িজ উল্যাহ শিপন জাপার কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। তিনি ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১৯৯৫ সালে রায়পুর সরকারী কলেজের ছাত্র সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হন। তিনি একজন সফল ব্যবসায়ী। রোটারি ক্লাবের সদস্য শেখ মোহাম্মাদ ফায়িজ উল্যাহ শিপন দীর্ঘ দিন ধরে সমাজ সেবায় জড়িত রয়েছেন।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

লক্ষ্মীপুর-২ উপনির্বাচন শেখ মোহাম্মদ ফায়িজ উল্যাহ শিপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর