Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ এপ্রিল থেকে সংসদ অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২১ ১৮:১৪ | আপডেট: ১৫ মার্চ ২০২১ ২০:০৫

ঢাকা: একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন বসবে ১ এপ্রিল বেলা ১১টায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সাংবিধানিক ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেছেন। সোমবার (১৪ মার্চ) সংসদ সচিবালয়ের তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। জাতীয় সংসদের একাদশ অধিবেশ শেষ হয় মাত্র ১২ কার্যদিবসে। ১৮ জানুয়ারি শুরু হয়ে ওই অধিবেশন শেষ হয় ফেব্রুয়ারির ২ তারিখ।

বিজ্ঞাপন

যেহেতু, জুনের প্রথম সপ্তাহে বাজেট অধিবেশন বসবে। তাই, এই অধিবেশনটি হবে সংক্ষিপ্ত। এই অধিবেশন সর্বোচ্চ ৮ এপ্রিল পর্যন্ত চলতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংসদ সচিবালয়ের একাধিক কর্মকর্তা জানান, করোনা পরিস্থিতির কারণে আগের ছয় অধিবেশনের মতো এবারও অধিবেশন পরিচালনায় সর্তকতা অলম্বনের নীতিগত সিদ্ধান্ত রয়েছে। এক্ষেত্রে, কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে। ভ্যাকসিন নেওয়ার পরও মন্ত্রী-এমপিদের সকলের জন্য করোনা টেষ্ট বাধ্যতামূলক থাকছে। কারণ, ইতোমধ্যেই ভ্যাকসিন নেওয়া সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর করোনায় মৃত্যু হয়েছে। অধিবেশনের প্রথম দিনে তার মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব গ্রহণ করে অধিবেশন মুলতবি করা হবে। অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাসের সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একেএম

একাদশ জাতীয় সংসদ টপ নিউজ দ্বাদশ অধিবেশন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর