স্কুলছাত্রী ধর্ষণচেষ্টা মামলায় শিক্ষককের ১০ বছর কারাদণ্ড
১৫ মার্চ ২০২১ ১৮:০৮ | আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৮:৫২
জয়পুরহাট: জেলার কালাই উপজেলায় চতুর্থ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরিফুল ইসলাম (৩৮) নামে এক প্রাইভেট শিক্ষকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৫ মার্চ) দুপুরে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক রস্তম আলী এ রায় দেন।
আরিফুল ইসলাম জেলার কালাই উপজেলার পূর্ব কৃষ্টপুর গ্রামের মতিউর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৩ মার্চ সকালে আরিফুল ইসলাম ৯ বছর বয়সী চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে প্রাইভেট পড়ানোর সময় ধর্ষণের চেষ্টা করে। এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদি হয়ে ওইদিনই কালাই থানায় মামলা করেন। পরে উচ্চ আদালত থেকে জামিন নেন আসামি আরিফুল ইসলাম। জামিনের পর থেকে আসামি পলাতক।
সরকার পক্ষের আইনজীবী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী বলেন, ‘ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক। রায় ঘোষণার সময় পলাতক ছিলেন আরিফুল ইসলাম।’
সারাবাংলা/এমও