Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরেক দফায় বাড়ল ভোজ্যতেলের দাম, প্রতি লিটার সয়াবিন ১৩৯ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২১ ১৬:৪৬ | আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৭:০০

ঢাকা: আরেক দফায় বাড়লো ভোজ্যতেলের দাম। খোলা ও বোতলজাত ভোজ্যতেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। নতুন মূল্য অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১১৭ টাকা। যা আগে ছিলে ১১৫ টাকা ছিল। এছাড়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩৯ টাকা। যা আগে ছিল ১৩৫ টাকা।

সোমবার (১৫ মার্চ) অত্যাবশ্যকীয় পণ্য বিপণন পরিবেশক নিয়োগ আদেশ, ২০১১ অনুযায়ী গঠিত জাতীয় কমিটিতে ভোজ্যতেলের মূল্য ও সরবরাহ বিষয়ে আলোচনায় নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল লতিফ বকসি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি এক দফায় ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ১ লিটার খোলা সয়াবিন মিলগেটে ১১৩ টাকা, ডিলারের কাছে ১১৫ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও ১ লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম মিলগেটে ১২৭ টাকা, ডিলার ১৩১ টাকা, খুচরা পর্যায়ে সর্বোচ্চ মূল্য ১৩৯ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়াও ৫ লিটারের বোতলজাত তেলের দাম মিলগেটে ৬২০ টাকা, ডিলারের কাছে ৬৪০ টাকা এবং সর্বোচ্চ মূল্য ৬৬০ টাকা নির্ধারণ করা হয়। অন্যদিকে ১ লিটারের পামতেল লুজ (সুপার) তেলের দাম মিলগেটে ১০৪ টাকা, ডিলারের কাছে ১০৬ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১০৯ টাকা নির্ধারিত করা হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত সয়াবিন ও পাম তেলের মূল্যে অস্থিতিশীলতা থাকায় আন্তর্জাতিক বাজার অনুযায়ী স্থানীয় মূল্য সমন্বয়ের লক্ষ্যে জাতীয় কমিটি দেশের পরিশোধনকারী মিল ও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় সভা করে। সে সভাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, প্রতি বছর দেশে প্রতি বছর দেশে ২০ লাখ মেট্রিক টন ভ্যেজ্যতেলের প্রয়োজন হয়। যার পুরোটাই আন্তর্জাতিক বাজার থেকে আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে মূল্য বাড়ায় দেশিয় বাজারে তার প্রভাব পড়েছে।

সারাবাংলা/জিএস/এমও

ভোজ্যতেল সয়াবিন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর