খালেদা জিয়ার সাজা আরও ৬ মাস স্থগিত
১৫ মার্চ ২০২১ ১৫:০১ | আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৭:২৭
ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়েছে। এ নিয়ে তার সাজা স্থগিতের মেয়াদ তিনবারের মতো বাড়ানো হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ জানান, পূর্বের শর্তে খালেদা জিয়ারসাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এই সময়ে তিনি বিদেশে যেতে পারবেন না। তবে চাইলে দেশের যে কোনো হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।
২৫ মাস কারাভোগের পর গত বছরের ২৫ মার্চ শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এরপর গত বছরের ৩ সেপ্টেম্বর সেই মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়। সর্বশেষ আজ আবার সেই মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হলো।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দুই মামলায় মোট ১৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথমে পাঁচ বছরের এবং পরবর্তী সময়ে তা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন আদালত। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদণ্ড হয়।
সারাবাংলা/একে