Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত থেকে ১১১ টন বিস্ফোরক আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২১ ১৩:৫১

বেনাপোল (যশোর): ভারত থেকে দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের নামে এক কোটি ৫৩ লাখ টাকা মূল্যমানের ১১১ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করা হয়েছে।

রোববার (১৪ মার্চ ) বিকাল সাড়ে ছয়টায় ভারতের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বিস্ফোরকবাহী আটটি ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে।

এদিকে এএস ইন্টারন্যাশনাল নামে এক সিঅ্যান্ডএফ এজেন্ট গ্রানাইট মাইনিং কোম্পানির পক্ষে চালান দাখিল করেছে। বন্দর সূত্র জানায়, এর আগে ২০২০ সালের ৩০ ডিসেম্বর ১০ ট্রাকে ১২০ মেট্রিক টন বিস্ফোরক আমদানি করেছিল প্রতিষ্ঠানটি।

এ ব্যাপারে বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল সারাবাংলাকে জানান, দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের খনন কাজ পরিচালনার জন্য ভারতের নাগপুর থেকে এই বিস্ফোরক আমদানি করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সারাবাংলা/একেএম

বিস্ফোরক ভারত মধ্যপাড়া কয়লা খনি