Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারে আরও ৩৯ মৃত্যু, ইয়াঙ্গুনে মার্শাল ল

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২১ ১৩:১০ | আপডেট: ১৫ মার্চ ২০২১ ১৫:০২

মিয়ানমারে সেনাঅভ্যুত্থানের বিরুদ্ধে বিপ্লবের ডাক দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই বিক্ষোভে অন্তত ৩৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিবিসি জানিয়েছে, মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনের হ্লাইং থারিয়ার এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের ওপর জান্তা প্রশাসন সশস্ত্র হামলা করেছে। গুলির জবাবে বিক্ষোভকারীরা লাঠি ও ছুরি নিয়ে প্রতিবাদে যোগ দিয়েছেন।

এদিকে ইয়াঙ্গুনের ওই অঞ্চলে চীনের অনেকগুলো কারখানা রয়েছে। ওই কারাখানাগুলো বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু হতে পারে এমন আশঙ্কা থেকে মার্শাল ল জারি করা হয়েছে।

বিক্ষোভকারীদের ধারণা, চীন মিয়ানমারের সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে, যদিও বেইজিং তা ‍অস্বীকার করেছে।

এ ব্যাপারে মিয়ানমারের কয়েকটি সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, সেখানকার দুই কারখানায় ইতোমধ্যেই আগুন লাগিয়ে দেওয়া হয়েছে।

বিবিসি জানাচ্ছে, রোববার বিক্ষোভের মধ্যে কেবল ইয়াঙ্গুনেই ২১ জনের মৃত্যু হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন অব পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) বলেছে, পুরো মিয়ানমারে একদিনেই অন্তত ৩৯ জনের প্রাণ গেছে।

গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে চলমান আন্দোলনে রোববার (১৪ মার্চ) ছিল রক্তাক্ততম দিন।

অন্যদিকে, জান্তাবাহিনীর গুলিতে আহত গণতন্ত্রপন্থিদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন চিকিৎসাকর্মীরা।

এএপিপি জানিয়েছে, মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত দুই হাজার একশর বেশি মানুষকে গ্রেফতারও করা হয়েছে।

সারাবাংলা/একেএম

ইয়াঙ্গুনে কারফিউ মিয়ানমারে সেনা অভ্যুত্থান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর