Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শবে বরাত ২৯ মার্চ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২১ ২১:৩৩ | আপডেট: ১৫ মার্চ ২০২১ ০৩:৩২

ঢাকা: দেশের আকাশে আজ কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী ১৬ মার্চ মঙ্গলবার থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু। ফলে আগামী ২৯ মার্চ, সোমবার পবিত্র শবে বরাত পালিত হবে বলে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১৪ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম।

সভায় তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মিজান-উল-আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আলতাফ হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. মুশফিকুর রহমান, ওয়াকফ প্রশাসক আব্দুল্লাহ সাজ্জাদ, ঢাকা জেলার জেলা প্রশাসক মুহাম্মদ মামুনুল হক, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ সাইফুল্লাহ, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. ছাইফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েল, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের পিএসও আবু মোহাম্মদ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক আছাদুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

সভায় ১৪৪২ হিজরি সনের পবিত্র শাবান মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে পাওয়া তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

চাঁদ দেখা কমিটি টপ নিউজ শবে বরাত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর