Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোজা রেখেও ভ্যাকসিন নেওয়া জায়েজ— সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত

সৈকত ভৌমিক, সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২১ ২০:৪১ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ২৩:২৫

ঢাকা: পবিত্র রমজান মাসে রোজা রেখে ভ্যাকসিন নেওয়া জায়েজ— সর্বসম্মতিক্রমে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে। দেশের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রোববার (১৪ মার্চ) সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেন ইসলামিক ফাউন্ডেশনের ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার।

মো. আনিসুজ্জামান সিকদার সারাবাংলাকে বলেন, ‘আজকের বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, পবিত্র রমজান মাসে রোজা রেখেও ভ্যাকসিন নেওয়া জায়েজ আছে। এক্ষেত্রে ধর্মীয় কোনো বিধিনিষেধ দেয়নি কেউ।’

তিনি বলেন, ‘স্বাভাবিক সময়ে যেভাবে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল, রমজান মাসেও সেভাবেই দিনের বেলায় কার্যক্রম অব্যাহত থাকতে পারে বলে আলোচনা হয়েছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে দুয়েকদিনের মধ্যে স্বাস্থ্য অধিদফতর ও ধর্ম মন্ত্রণালয় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবে।’

মো. আনিসুজ্জামান সিকদার বলেন, ‘রোজা পালন করে ভ্যাকসিন নেওয়া বিষয়ে ইসলামি শরিয়ায় কোনো বাধা-নিষেধ নেই। তাই বিতর্ক এড়াতে এবং একইসঙ্গে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচি চলমান রাখতে দেশের সব মসজিদে জুম্মার খুতবায় ভ্যাকসিন নেওয়ার বিষয়টি প্রচার করা হবে। এক্ষেত্রে রোজা পালন করেও যে ভ্যাকসিন নেওয়া যাবে সে বিষয়েও প্রচার করতে নির্দেশনা দেওয়া হবে।’

তিনি বলেন, ‘দেশে ভ্যাকসিন নিয়ে সাধারণ মানুষের শঙ্কা কাটাতে বিভিন্ন ওয়াজ মাহফিল থেকেও প্রচারণা চালানো হবে। আর এ জন্য সরকারের পক্ষ থেকে লিফলেট বিতরণেরও পরিকল্পনা রয়েছে।’

বিজ্ঞাপন

এদিকে বৈঠক শেষে সেখানে উপস্থিত স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এ এস এম আলমগীর সারাবাংলাকে বলেন, ‘দেশে ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচিতে কোনো পরিকল্পনা আসছে না। এটি স্বাভাবিকভাবেই চলবে। আজকের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে। রোজা পালন করেও ভ্যাকসিন নেওয়া যাবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রমে প্রচারণা বাড়াতেও সাহায্য করবে বলে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক পর্যায়েও বিভিন্ন ইসলামিক পণ্ডিতরা জানিয়েছেন যে, রোজা রেখে ভ্যাকসিন নিতে কোনো বাধা নেই। বিশেষ করে রোজা পালন করেও অনেকেই ইনসুলিন নিয়ে থাকেন। সেক্ষেত্রে করোনার ভ্যাকসিন নিতেও কোনো বাধা থাকার বিষয় নেই। আজকের বৈঠকে আলেমদের আলোচনাতেও এই বিষয়গুলো উঠে এসেছে।’

তিনি আরও বলেন, ‘আজকে আপাতত একটি প্রেস রিলিজ দেওয়ার কথা এ বিষয়ে। তবে খুব দ্রুতই সংবাদ সম্মেলন করে এটি জানানো হবে।’

বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি সারাবাংলাকে বলেন, ‘রোজা পালন করে ভ্যাকসিন নেওয়ার বিষয়ে আজকে যে, সিদ্ধান্ত হয়েছে সেটি ধর্ম মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য অধিদফতরের কাছে নির্দেশনা আকারে আসবে। পরবর্তী সময়ে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।’

এর আগে গত ১০ মার্চ স্বাস্থ্য অধিদফতরের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘রমজান মাসে রোজা পালন করে ভ্যাকসিন নেওয়া যাবে কি না সেটা জানতে চেয়ে আমরা ইসলামিক ফাউন্ডেশনে চিঠি দেবো। সেখানে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আমাদের পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসবি/পিটিএম

জায়েজ ভ্যাকসিন রোজা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর