বাসচাপায় মৃত্যু, ঘটনাস্থল থেকে লাশ ‘গায়েব’
১৪ মার্চ ২০২১ ২০:০০ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ২০:০৫
বগুড়া: শেরপুর উপজেলার বাসস্ট্যান্ড এলাকার সাউদিয়া হোটেলের সামনে সড়ক দুর্ঘটনায় নিহত হয় এক ব্যক্তি। তবে হাইওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা মূহুর্তের মধ্যে ঘটনাস্থলে গিয়েও লাশের কোনো খোঁজ পায়নি।
রোববার (১৪ মার্চ) ৪ টার দিকে এই ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত এক ব্যক্তি রিকশায় চড়ে পৌর শহরের স্থানীয় বাসস্ট্যান্ডের সাউদিয়া হোটেলের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ রিকশা থেকে পড়ে যায় ওই ব্যক্তি। এসময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে কে বা কারা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলে লাশটি নিয়ে উধাও হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডা. নাফিসা জানান, সড়ক দুর্ঘটনার কোন রোগী বা লাশ হাসপাতালে আসেনি।
শেরপুর হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ বানিউল আনাম (আইসি) জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে আসি। এসে দেখি কোনো মরদেহ নেই। এ বিষয়ে তদন্ত চলছে।
সারাবাংলা /এসএসএ