Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৬২ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদফতর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২১ ১৯:৩২

ঢাকা: দেশের যুব সমাজের কর্মসংস্থান করে দিতে এ পর্যন্ত ৬২ লাখ যুবককে প্রশিক্ষণ দিয়েছে যুব উন্নয়ন অধিদফতর। এদের মধ্যে ২২ লাখ যুবক সাবলম্বী হয়েছেন। আর এই অধিদফতরের মাধ্যমে দুই হাজার ৪৭ কোটি টাকা ঋণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

রোববার (১৪ মার্চ) শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজন ও জেলা পরিষদের সহযোগিতায় ‘যুব উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসকরণ’ শীর্ষক এক সম্মেলনে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষিত, অর্ধশিক্ষিত যুবকদের প্রশিক্ষণের আওতায় এনেছি।’

বিজ্ঞাপন

জাহিদ আহসান রাসেল বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষ্যে আমরা ১০০টি প্রসেসিং প্ল্যান উদ্বোধন করব। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। কাঁচামাল, রবিশস্যের মৌসুম না থাকলেও উদোক্তারা ন্যায্য মূল্য পাবেন। মাছও এর আওতায় আনা হয়েছে। এসব পণ্য ১-৫ বছর পর্যন্ত সংরক্ষণে রাখা যাবে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি। বঙ্গবন্ধু কন্যার উদ্যোগেই পদ্মাসেতু আজ দৃশ্যমান। সেতু চালু হলে শরীয়তপুরে কারখানা হবে। এখানকার জীবনযাত্রা আরও উন্নত হবে। এখানকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে আমরা কর্মসংস্থানও বাড়াতে পারব।’

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসানের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. আখতার হোসেনসহ অনেকে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমও

যুব উন্নয়ন অধিদফতর যুব সমাজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর