Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাংক বা কার্ড থেকে বিকাশে অ্যাড মানিতে ১৫০ টাকার ডিসকাউন্ট

সারাবাংলা ডেস্ক
১৪ মার্চ ২০২১ ১৭:৪১

ঢাকা: স্বাধীনতা দিবস উপলক্ষে ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে বিকাশ অ্যাকাউন্টে ১ হাজার টাকা বা তার বেশি অ্যাড মানি করলেই গ্রাহক পাচ্ছেন ১৫০ টাকার ডিসকাউন্ট কুপন। স্বপ্ন, ডেইলি শপিং, মীনা বাজার, প্রিন্স বাজার ও আগোরা সুপারস্টোরের নির্দিষ্ট আউটলেটে কেনাকাটায় ব্যবহার করা যাবে কুপনটি।

অফারটি চলবে ৩১ মার্চ ২০২১ পর্যন্ত।

অ্যাড মানি করার পর ২ কর্মদিবসের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে কুপন পৌঁছে যাবে। কুপনের মেয়াদ ৭ দিন এবং কুপন রিডিম করার জন্য সর্বনিম্ন ৩০০ টাকার কেনাকাটা করতে হবে। অফার চলাকালীন একজন গ্রাহক একবারই কুপন পেতে পারেন। এই অফারের আওতায় সুপারস্টোর ও আউটলেটের বিস্তারিত তালিকা পাওয়া যাবে https://www.bkash.com/bn/coupon-redeem-independence ওয়েবসাইটে।

এছাড়া সম্প্রতি বিকাশের অ্যাড মানি নেটওয়ার্কে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ব ব্যাংক সোনালী ব্যাংক যুক্ত হওয়ায় ব্যাংকটির আড়াই কোটি গ্রাহক এখন তাৎক্ষণিক বিকাশ অ্যাকাউন্টে টাকা আনা-নেওয়া করতে পারছেন। এ উপলক্ষ্যে সোনালী ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাপ দিয়ে ৫০০ টাকা কিংবা তার বেশি অ্যাড মানি করলেই ১০০ টাকা ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন গ্রাহকরা। ব্যাংক থেকে বিকাশে টাকা আনার ক্ষেত্রে অফারটি প্রযোজ্য। অফারটি চলবে ৭ এপ্রিল ২০২১ পর্যন্ত এবং অফার চলাকালীন একজন গ্রাহক একবারই বোনাসটি পাবেন।

আরও বিস্তারিত জানতে ভিজিট করতে হবে https://www.bkash.com/bn/sonali-bank-addmoney-offer ওয়েবসাইটে।

এই মুহূর্তে দেশের শীর্ষস্থানীয় ২৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে গ্রাহকরা তাদের বিকাশ অ্যাকাউন্টে যেকোনো সময় দেশের যেকোনো প্রান্ত থেকে টাকা আনতে পারছেন অ্যাড মানি সেবার মাধ্যমে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

অ্যাড মানি বিকাশ ব্যাংক

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর