যমুনা ব্যাংক এবং রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের সমঝোতা
সারাবাংলা ডেস্ক
১৪ মার্চ ২০২১ ১৭:৩৩ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৭:৩৪
১৪ মার্চ ২০২১ ১৭:৩৩ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৭:৩৪
যমুনা ব্যাংক লিমিটেড এবং রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের সঙ্গে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি যমুনা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায় প্রধান মো. ফজলুর রহমান চৌধুরী এবং রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের জেনারেল ম্যানেজার আজিম শাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
যমুনা ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা ১টি কিনলে ১টিতে ‘বোগো’ অফারের সেট মেনুতে দুপুরে এবং রাতের বুফেতে বাহার মালটি কুজিইনুতে সুবিধাটি পাবে। সপ্তাহান্তে খাবার, বেভারেজ, স্পা এবং সেলুনে ১০ শতাংশ ছাড়ও মিলবে।
পাশাপাশি যমুনা ব্যাংক ক্রেডিট কার্ডধারীদের জন্য খাবার ও পানীয়তে থাকবে ৫ শতাংশ ছাড়।
সারাবাংলা/এমও