Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বছরের সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত, ১৮ মৃত্যু

সারাবাংলা ডেস্ক
১৪ মার্চ ২০২১ ১৬:০১ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৭:২২

ঢাকা: সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ১৮ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও এক হাজার ১৫৯ জন।

এর আগে, ২০২০ সালের ৩০ ডিসেম্বর এর চেয়ে বেশি আক্রান্ত শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। সেদিন মোট ১ হাজার ২৩৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছিল। আর ২৪ ঘণ্টায় মৃত্যুর এই সংখ্যাও সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। সর্বশেষ ২৪ জানুয়ারি ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

সংক্রমণ বাড়তে থাকায় পরীক্ষা বিবেচনায় দৈনিক শনাক্তের হারও চার জানুয়ারির পর প্রথমবারের মত সাত শতাংশ পেরিয়ে গেছে। ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার সাত দশমিক ১৫ শতাংশ ছিল বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে।

রোববার (১৪ মার্চ) দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন হয়েছে। আর করোনায় মোট আট হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় বাসা এবং হাসপাতালে চিকিৎসাধীন আরও এক হাজার ৩৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে পাঁচ লাখ ১১ হাজার ৬৯৫ জন হয়েছে।

বাংলাদেশে গত বছর ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ার এক বছর পর গত ৭ মার্চ শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে পাঁচ লাখ ছাড়িয়ে যায়। এর মধ্যে ২০২০ সালের ২ জুলাই চার হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। ২০২০ সালের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।

সারাবাংলা/একেএম

নভেল করোনাভাইরাস স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর