Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পল্টনের বাসা থেকে গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২১ ১৫:১৫

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পল্টনের একটি বাসা থেকে লিজা নামের ৩৩ বছর বয়সী একজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল জলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে সারাবাংলাকে জানান, সকাল ১১টার দিকে খবর পেয়ে পল্টন ইস্টার্ন রেইনবো অ্যাপার্টমেন্টের বাসায় যায় পুলিশ। সেখানকার একটি ফ্ল্যাটের বাথরুমের দরজা ভেঙ্গে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন

রোববার (১৪মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এসআই আরোও জানান, মৃত লিজা বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালকের বাসায় ছয় মাস যাবৎ কাজ করতো। তার বাড়ি সন্দ্বীপ। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/একেএম

গৃহকর্মীর মৃত্যু পল্টন মৃতদেহ উদ্ধার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর