ইভ্যালিতে যুক্ত হলো প্রিমিয়ার সুইটস
সারাবাংলা ডেস্ক
১৪ মার্চ ২০২১ ১৪:৪৯ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৫:০১
১৪ মার্চ ২০২১ ১৪:৪৯ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৫:০১
ঢাকা: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকমের সঙ্গে যুক্ত হলো প্রিমিয়ার সুইটস। এখন থেকে গ্রাহকরা প্রিমিয়ার সুইটস এর বিস্কুটসহ অন্যান্য পণ্য ইভ্যালি থেকে কিনতে পারবেন।
শনিবার (১৩ মার্চ ) রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম এবং প্রিমিয়ার সুইটস এর জেনারেল ম্যানেজার মোহাম্মদ আতিকুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইভ্যালির ক্যাটাগরি হেড মোহাম্মদ আবু তাহের সাদ্দাম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আফরিন জাহান, কি একাউন্ট ম্যানেজার রাইসুল ইসলাম এবং প্রিমিয়ার সুইটস লিমিটেড এর নির্বাহী পরিচালক মুনসুর আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/একেএম