কাউন্টার টেররিজম থেকে মনিরুল এসবিতে বদলি
১৪ মার্চ ২০২১ ১২:১৯ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৫:০৩
ঢাকা: কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিআইজি) মনিরুল ইসলামকে পুলিশের বিশেষ শাখা এসবিতে বদলি করা হয়েছে। এসবিতে তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্বে) হিসেবে কাজ করবেন।
রোববার (১৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। প্রজ্ঞাপনে সই করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাস।
গত তিন বছরের বেশি সময় ধরে এসবির নেতৃত্ব দিয়ে আসা মীর শহীদুল ইসলাম আজ রোববারই অবসরে যাচ্ছেন। পঞ্চদশ বিসিএসে পুলিশে যোগ দেওয়া মনিরুল ইসলাম ২০০৯ সালে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনারের (গোয়েন্দা) দায়িত্বে পান। তার হাত দিয়েই ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) যাত্রা শুরু হয়।
কর্মজীবনে স্বীকৃতি হিসেবে বাংলাদেশ পুলিশ পদক ও রাষ্ট্রপতি পুলিশ পদক পেয়েছেন মো. মনিরুল ইসলাম।
সারাবাংলা/ইউজে/একে