Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধস, চীনা নাগরিকসহ আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২১ ১২:০৯ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ১৪:৩১

ঢাকা: রাজধানীর বিমানবন্দরের সামনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে দুইজন চীনা নাগরিক। ফায়ার সার্ভিস সূত্র এ খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বিমানবন্দরের সামনের সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ চলাকালে গার্ডার ধসে পড়ে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন সারাবাংলাকে জানান, আহতদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম এখনও জানা যায়নি।

ফায়ার এন্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা নাজমা আক্তার বলেন, সকাল ১০ টা ৩৫ মিনিটে খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে আমাদের একটি ইউনিট পৌঁছেছে। তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএইচ/এএম

এলিভেটেড এক্সপ্রেসওয়ে

বিজ্ঞাপন

রাজশাহীতে পতন উড়ন্ত রংপুরের
২৩ জানুয়ারি ২০২৫ ১৭:০৭

আরো

সম্পর্কিত খবর