Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জর্ডানে অক্সিজেন সংকটে ৬ রোগীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২১ ০৯:০১

জর্ডানের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন ঘাটতিতে অন্তত ছয় রোগীর মৃত্যু হয়েছে। যার ফলশ্রুতিতে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। খবর দ্য গার্ডিয়ান।

শনিবার (১৩ মার্চ) স্থানীয় সময় ভোররাতে রাজধানী আম্মানের ২০ কিলোমিটার পশ্চিমে সল্ট শহরের একটি সরকারি হাসপাতালে অক্সিজেন বিভ্রাটের ঘটনা ঘটে। হাসপাতালটির নিবিড় পরিচর্যা কেন্দ্র, প্রসূতি বিভাগ ও করোনাভাইরাস ওয়ার্ডে এক ঘণ্টার অক্সিজেন সংকটে সংকটাপন্ন কয়েকজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করার পর নিজের নৈতিক দায়িত্বের কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন স্বাস্থ্যমন্ত্রী নাথির ওবিদাত।

গার্ডিয়ান জানিয়েছে, মৃত ও ভর্তি থাকা রোগীদের ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালটির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন, তারা হাসপাতালে প্রবেশের চেষ্টা করলে সেখানে মোতায়েন পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তারা তাদের বাধা দেন।

এদিকে, সরকারের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করেন। ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী খাসাওনেহ, জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম।

পরে জর্ডানের রাজা আব্দুল্লাহও ওই হাসপাতাল পরিদর্শন করেন। ঘটনার নিন্দা জানিয়ে হাসপাতালের পরিচালককে বরখাস্তের নির্দেশ দেন তিনি।

প্রসঙ্গত, করোনার যুক্তরাজ্য ধরনটির কারণে জর্ডানে কোভিড-১৯ সংক্রমণ হঠাৎ করেই বাড়তে শুরু করেছে। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে গত সপ্তাহে কঠোর বিধিনিষেধ আরোপ করার ঘোষণা দেয় দেশটি, এরপর শুক্রবার (১২ মার্চ) থেকে ফের পূর্ণ লকডাউন জারি করে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১১ মার্চ) সেখানে আট হাজার ৩০০ নতুন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্যবিভাগ জানিয়েছে।

সারাবাংলা/একেএম

অক্সিজেন সংকট জর্ডান টপ নিউজ রোগীর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর