Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা দিয়েছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২১ ২২:৪৭

ফাইল ছবি

মানিকগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, করোনার ভ্যাকসিন পেয়ে মানুষ আনন্দিত এবং সবাই ভ্যাকসিন পাচ্ছে। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে বেপরোয়া মনোভাব দেখা দিয়েছে। আমি দেশবাসীকে অনুরোধ করবো আপনারা মাস্ক ব্যবহার করুন। সামাজিক দূরুত্ব বজায় রাখুন।

শনিবার (১৩ মার্চ) দুপুরে মানিকগঞ্জের গড়পাড়াস্থ চান্দইরের নিজ বাড়িতে অনুষ্ঠিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার ভ্যাকসিন নেওয়ার পর মানুষের মধ্যে ধারণা জন্মেছে আমি করোনা মুক্ত, আমার আর করোনা হবে না। বিষয়টি তা নয়। ভ্যাকসিন নেওয়া হলেই সঙ্গে সঙ্গে করোনা মুক্ত হওয়া যায় না। সঙ্গে সঙ্গে করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিও পায় না। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেওয়ার পর করোনা প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রথম ডোজ নিলেই করোনা মুক্ত হয় না।’

সংক্রমণের হার যদি বেড়ে যায় তাহলে দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বর্তমানে মানুষ এখন আর মাস্ক ব্যবহার করে না। সামাজিক দূরুত্ব বজায় রাখা হচ্ছে না। যার ফলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে। আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িয়ে দিয়েছি। অনুষ্ঠানে হাজার হাজার লোকের সমাগম দেখতে পাচ্ছি। এভাবেই সংক্রমণ বাড়তে থাকে। যতটা সম্ভব সামাজিক অনুষ্ঠান বাদ দিতে হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব ভ্যাকসিন গ্রহণ করুন।’

গতবছরের করোনার প্রাদুর্ভাব নিয়ে মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ কমে যাওয়ার পেছনে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রীর গাইডলাইন অনুযায়ী আমরা সবাই করোনা মোকাবিলায় কাজ করেছি এবং চেষ্টা করেছি। করোনা মোকাবিলায় প্রথমত আমরা মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছি, সামাজিক দূরুত্ব বজায় রেখে চলাফেরা করতে বলেছি।’

বিজ্ঞাপন

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম সুলতানুল আজম খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকারসহ বিভিন্ন ইউনিয়নের দলীয় প্রতিনিধি ও কর্মীরা।

সারাবাংলা/এমও

করোনার প্রাদুর্ভাব ভ্যাকসিন স্বাস্থ্যমন্ত্রী

বিজ্ঞাপন

লস অ্যাঞ্জেলসে দাবানল, নিহত ৫
৯ জানুয়ারি ২০২৫ ১০:৪৩

২৪ ম্যাচ পর হারল লিভারপুল
৯ জানুয়ারি ২০২৫ ১০:৩১

আরো

সম্পর্কিত খবর