এক থানায় একদিনে ১১ পুলিশ কর্মকর্তার বদলি
১৩ মার্চ ২০২১ ২২:০০ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ১০:৫৮
মৌলভীবাজার: জেলার জেলার শ্রীমঙ্গল থানার ৫ জন উপ-পুলিশ পরিদর্শক, ৫ জন সহকারী উপ-পুলিশ পরিদর্শক ও ১ জন কনস্টেবলসহ মোট ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। একইসঙ্গে এক পুলিশ স্টেশন থেকে ১১ জনের বদলির বিষয়টি নজিরবিহীন বলছেন স্থানীয়রা।
স্থানীয় সচেতন মহল বলছেন, ‘আগে কোথাও একসঙ্গে একইদিনে এতজন পুলিশ অফিসারের বদলি হতে দেখা যায়নি।’
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. জিয়াউর রহমান সারাবাংলাকে জানান, প্রশাসনিক কারণে জনস্বার্থে এই বদলি। এটা একেবারেই সাধারণ বদলি। আশেপাশের অনেক জেলাতেই ৯ থেকে ১০ জন করেও বদলি হচ্ছে। বদলিকৃত পুলিশ অফিসাররা আশপাশের জেলাতেই থাকছেন বলেও নিশ্চিত করেন তিনি।
শনিবার (১৩ মার্চ) দুপুরে ২টায় শ্রীমঙ্গল থানা চত্বরে বদলি হওয়া পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুছ ছালেকের সভাপতিত্বে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হুমায়ুন কবির, ওসি (অপারেশন) নয়ন কারকুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন- উপ-পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র হাজরা, মো. ফরিদ মিয়া, কাশী চন্দ্র শর্ম্মা, রুকনুজ্জামান, শহীদুল ইসলাম মোল্লা।
সহকারী উপ-পুলিশ পরিদর্শক ইলিয়াস নূরী, জিতেন কর্মকার, রুবেনা বেগম, সুলতান আহমদ, মো. সোহাগ মিয়া এবং কনস্টেবল কম্পিউটার অপারেটর জুন চাকমা।
সারাবাংলা/এমও