Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২১ ১৮:৫৮

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লে‌ছেন, ‘বাংলাদেশ এমন একটি সময়ে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ পেয়ে‌ছে, যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন করছে জাতি। উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ- এটা প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃ‌ত্বের কার‌ণেই সম্ভব হ‌য়ে‌ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী একসঙ্গে পালন কর‌তে পার‌ছি, এটা বাঙালির সৌভাগ্য।’

বিজ্ঞাপন

শ‌নিবার (১৩ মার্চ) বিকা‌লে রূপগঞ্জ উপ‌জেলার রূপসী এলাকার গাজী ভব‌নে রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগ ও সহ‌যোগী অঙ্গ সংগঠ‌নের ব‌র্ধিত সভায় প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

গোলাম দস্তগীর গাজী ব‌লে‌ন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে শুরু করে বঙ্গবন্ধু নিজের ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে এদেশের মানুষের জীবনে ব্যাপক পরিবর্তন এনেছিলেন। তার মধ্যে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় বিশ্ববাসীর কাছে ছিল একটি বিস্ময়। দলের দায়িত্ব কাঁধে নিয়ে রাজনীতির কাছে নিজেকে পুরোপুরি সমর্পণ করেন বঙ্গবন্ধু। দল চালানোর মতো যথেষ্ট টাকা না থাকলেও তা নিয়ে বিচলিত হননি কখনও। বরং দলের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসাকে বেশি মূল্য দিয়েছেন।’

বঙ্গবন্ধু ছিলেন কোটি মানুষের মনের কাছাকাছি এক প্রাণের মানুষ, আপন মানুষ উল্লেখ করে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, ‘সেই মহান বিশাল মানুষের জন্মশতবার্ষিকী উদযাপন নিয়ে মানুষের প্রত্যাশাও কম নয়। পৃথিবীর বিভিন্ন দেশ নানা ভাবে তাদের জাতির মহান নেতার জন্মশতবার্ষিকী উদযাপন করে। এই উদযাপনের অন্যতম লক্ষ্য থাকে কৃতি মানুষটির জীবনাদর্শ জনমনে ছড়িয়ে দেওয়া। নতুন প্রজন্মকে তার গুণে গুণান্বিত হতে উদ্বুদ্ধ করা। তেম‌নি ভা‌বে বাংলা‌দে‌শের সব মানু‌ষের উচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বা‌র্ষিকী পালন করা।’

মন্ত্রী আরও ব‌লেন, ‘জাতির জনকের পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধুকন্যা শেখ হা‌সিনা বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। অর্থনৈতিকভাবে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। ইতোমধ্যে আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি।’

বিজ্ঞাপন

রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সাধার সম্পাদক শাহজাহান ভুঁইয়ার সভাপ‌তিত্বে ও উপ‌জেলা আওয়ামী লীগের সা‌বেক সহ-সভাপ‌তি শেখ সাইফুল ইসলা‌মের সঞ্চালনায় সভায়- রূপগঞ্জ উপ‌জেলা আওয়ামী লীগের সা‌বেক সভাপ‌তি তোফাজ্জল হো‌সেন মোল্লা, উপ‌জেলা প‌রিষ‌দের ভাইস চেয়ারম্যান শাহ‌রিয়ার পান্না সো‌হেলসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ম‌হিলা লীগ, যুবম‌হিলা লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা উপ‌স্থিত ছি‌লেন।

সারাবাংলা/এমও

৫০ বছর পূর্তি উন্নয়নশীল দেশ বস্ত্র ও পাটমন্ত্রী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর