Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২১ ১৮:০৫

ফাইল ছবি

সুনামগঞ্জ: জেলার দিরাই উপজেলার ভাটিপাড়ার ইউনিয়নে নূরনগর গ্রামে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। শনিবার (১৩ মার্চ) দুপুরে এই সংর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নূরনগর গ্রামের পাশের খাসজমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে একি গ্রামের ফিরোজ আলী ও ফরল আলী পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ফলে খাস জমি দখলের জন্য শনিবার দুপুরে দুই পক্ষের লোকেরা দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

বিজ্ঞাপন

এ সময় ফজল আলীর পক্ষের শাহমুলক (৪৫) নামে একজন নিহত হয়েছেন। আর আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লক্স ও সিলেট এম এ জি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

সারাবাংলা/এনএস

খাস জমি নিয়ে সংঘর্ষ নিহত

বিজ্ঞাপন

বাধ্য হয়ে জোভান-তটিনীর বিয়ে!
১০ জানুয়ারি ২০২৫ ১৮:১৯

তাসকিনদের ঝলকে জয়ে ফিরল রাজশাহী
১০ জানুয়ারি ২০২৫ ১৮:০০

আরো

সম্পর্কিত খবর