Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস কর্মকর্তা নিহত, বাসে অগ্নিসংযোগ-ভাঙচুর

লোকাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২১ ১৪:১২ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ০১:০০

সাভার: সাভারের আশুলিয়ায় সড়ক পারাপারের সময় বাস চাপায় শামসুল আলম (৪৫) নামে পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিবাদে তিনটি বাসে অগ্নিসংযোগ করেছে শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ মার্চ) রাতে আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, অফিস শেষে রাত আটটার দিকে সড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হন শামসুল আলম। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা তিনটি বাসে অগ্নিসংযোগ করে। ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যানবাহন।

বিজ্ঞাপন

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শামসুল আলম শারমিন গ্রুপের একটি পোশাক কারখানায় প্রশাসনিক কর্মকর্তা ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।

https://youtu.be/QgVuGTWYRLY

সারাবাংলা/এএম

পোশাক শ্রমিক বাস ভাঙচুর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর