Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ার কোয়েল ফ্যাক্টরিতে আগুন, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২১ ১২:১০

বগুড়া: জেলার শিকারপুরের ন্যাংড়া বাজারে একটি মশার কোয়েল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ব্যক্তির নাম বেলাল হোসেন (২৫)।

বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, শনিবার সকাল ছয়টায় বগুড়া শহরতলীর শিকারপুর ন্যাংড়া বাজারে আগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। দুই ঘণ্টা চেষ্টার পর বেলা সাড়ে আটটায় আগুন নিয়ন্ত্রণে এলে ফ্যাক্টরির ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, ধারণা করা হচ্ছে মৃত ব্যক্তি রাতে ঘুমিয়ে ছিলেন। ঘটনার পর থেকে কোয়েল ফ্যাক্টরির মালিক পলাতক। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/এএম

অগ্নিকাণ্ড বগুড়া মশার কোয়েল কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর